
বিসমিল্লাহহির রাহমানির রাহিম,
আমার মনে হয় ফোন নম্বারের সাহায্যে কাউকে খুজে বের করার ট্রিকসটা অনেকেরই জানা । কিন্তু যারা জানেন না তাদের হয়ত উপকারে আসতে পারে।
আমাদের ফোনে প্রায়শই আননোন নাম্বার থেকে ফোন আসে । কিন্তু সব সময় নাম্বারটা কার সেটা খুজে বের করা সম্ভব হয় না । ফোন নাম্বারের সাহায্যে কাউকে খুজে বের করতে হলে ফেইসবুকের সাহায্য নিতে হবে।
বর্তমানে সবারই ফেইসবুক আইডি রয়েছে । যদি আপনার কাক্ষিত নাম্বারে ফেইসবুক আইডি খুলা থাকে তবে তার আইডিটি দেখতে পারবেন।
চলুন শুরু করি----
1. ফেসবুকে প্রবেশ করি।
Forgotten password এ কিক্ল করি।
2.এবার ফোন নাম্বার লিখার একটি বক্স আসবে।
এবার বক্সে আপনি যাকে খুজতে চান তার নাম্বার লিখুন ।
3. যদি নাম্বার দিয়ে আইডি খোলা থাকে তবে কেপচা পেইজ আসবে। কেপচা পূরন করলে আইডি টা আসবে।
এভাবেই আপনি আপনার ফোনের আননোন নাম্বারগুলোর পরিচয় পেতে পারেন।
*** ভুলত্রুটি হলে মার্জনা করবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন