আসসালামু আলাইকুম,
মহান করুনাময় আল্লাহর নামে আমার প্রথম ব্লগ MM TECH BD এর
যাত্রা শুরু করছি। এটি একটি তথ্য প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ। বর্তমানে
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তির বিকল্প নেই । তথ্য
প্রযুক্তির জ্ঞানকে আরও একধাপ এগিয়ে নেওয়াই MM TECH BD এর মূল লক্ষ্য এই ব্লগের মাধ্যমে যদি কারও বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার সার্থকতা । সকলের দোয়া কামনা করছি যাতে MM TECH BD এর যাত্রা শুভ হয় এবং তথ্য প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে পারে।
নিবেদক
মাহফুজ মারুফ (MAHFUZ MARUF)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন