সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা । আমরা প্রায়ই কম্পিউটার
চালানোর সময় কিছু বিরক্তিকর সমস্যার সম্মুখীন হই। কম্পিউটারে বিরক্তিকর
কিছু সমস্যার মাঝে অন্যতম হল ফাইল ডিলিট না হওয়া । মাঝে মাঝে সি ড্রাইভ ব্যতীত অন্য ড্রাইভেও কিছু ফাইল বা ফোল্ডার থাকে যেগুলোকে ডিলিট করা যায় না। ডিলিট করতে গেলেই Error Massage আসে।
এসব ফাইল/ফোল্ডার লক করা থাকে বলে ডিলিট করা যায় না। ডিলিট করতে গেলে নিচের ছবির মত দেখায়-
যা খুবই বিরক্তির। আর এই বিরক্তিকর সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করব । যার নাম Unlocker। এই সফটওয়্যার এর মাধ্যমে যেকোন লক করা ফাইল/ফোল্ডার ডিলিট করতে পারবেন। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download UnLocker
সফটওয়্যারটি ইন্সটল করুন। সফটওয়্যারটি ইন্সটল হলে রাইট ক্লিক মেন্যুতে unlocker নামে একটি অপশন যোগ হবে। আপনি যে ফাইল/ফোল্ডারটি ডিলিট করতে চান তার উপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করলে নিচের মত আসবে-
এখন unlocker অপশন এ কিক্ল করুন। ক্লিক করলে নিচের মত অপশন আসবে-
এবার unlock & delete অপশন এ ক্লিক করলেই ফাইলটি ডিলিট হয়ে যাবে।
এভাবেই ডিলিট করুন কম্পিউটারের লক করা ফাইল/ফোল্ডার গুলো।
সাবধানতা: এই পদ্ধতিতে কখনই সি ড্রাইভের ফাইল ডিলিট করবেন না।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন