
আসসালামু আলাইকুম,
বর্তমানে ফ্রি ইন্টারনেট একটি জনপ্রিয় বিষয় । কয়েক দিন পর পরই ফ্রি নেটের আবিস্কার হচ্ছে । সেই আবিস্কার হয়ত সপ্তাহ খানেক স্থায়ী হয় । তারপরই আমাদের পকেটের টাকা দিয়ে নেট চালানো কার্যক্রম আবার শুরু হয় । থাক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।
বাংলালিংকে ফ্রি নেট চালু হয়েছে। ফ্রি নেট ব্যবহারের জন্য আপনাকে যা যা করতে হবে
-
1. প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট কনফিগারেশন সেটিং করুন-
Access Point Name : blwap
Proxy Address : 10.10.55.34
Proxy Port :8799
(অন্যসব সেটিংস ঠিক থাকবে)
2. এখন আপনার চাহিদা অনুযায়ী যেকোন একটি অপেরা মিনি ডাউনলোড করুন ।
এন্ড্রয়েড ফোনের জন্য - Download Opera
সিম্বিয়ান ফোনের জন্য - Download Opera
3. এখন অপেরাটি ইন্সটল দিন।
4. অপেরাটি ওপেন করুন এবং নিচের মত সেটিং করুন এবং save করুন।
Proxy Type : Host
Proxy Server : 0.facebook.com:80/
(অন্যসব সেটিংস ঠিক থাকবে)
তো শুরু হয়ে গেল ফ্রি নেট । হারিয়ে যাও ফ্রি ইন্টারটের দুনিয়ায় । তবে বেশিদিন হারাতে পারবে না কারন ফ্রি নেট যেকোন সময়ই বন্ধ হয়ে যেতে পারে।
[বি: দ্র:] মাঝে মাঝে Connection Failed দেখাতে পারে তবে এক দুইবার Retry দিলেই পুনরায় কাজ করবে। ডাউনলোড লিমিট 2এমবি ।
-------- আল্লাহ হাফেজ-------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন